বলিহার ইউনিয়নে বড় নদী নেই।তবে ছোট একটি খাল আছে।এ খালটি বলিহারের বুকচিরে গাজিপুর গ্রামের ভিতর দিয়ে জালালপুরের সামনে দিয়ে মাখনার গ্রামের পিছন দিয়ে পকুড়িয়া বিলের সাথে মিলিত হয়েছে।এ বিলের চারিপাশে শত শত গ্রাম অবস্থিত । এই বিলের পূর্ব দিকে দুবলহাটি রাজবাড়ি দক্ষিনে হাঁসাইগাড়ী ইউনিয়ন পশ্চিমে পয়না গ্রাম ও উত্তরে ভীমপুর ইউনিয়ন অবস্থিত।এ বিলের আয়তন প্রায় ১০০ হেক্টর । এ বিলে বর্ষার মৌষুমে মাছ উৎপন্ন হয় ।এ বিলের মাছ আশে পাশের হাটে বাজারে বিক্রয় হয়।এ বিলের মাছ ধরে জেলেরা জীবিকা নিবার্হ করে।এ বিলের মাছের অনেক সাধ।এ বিলের মাছ শহরে ও পাওয়া যায় ।রবী মৌসুমে আমাদের বিলে আবার ও ধান চাষ করা হয়ে থাকে। এ বিলে বছরে মাছ ও ধান এই দুই চাষ করা হয়ে থাকে।বিঘা প্রতি ৩০/৩২ মন ধান উৎপাদন করে থাকে।বেশির ভাগ মোটা বা হাইব্রীট ধান চাষ করে থাকে। এখান কার ধানে সরকারের খাদের চাহিদা মিটাই ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS